1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

দূষণ রোধে অভিযান : ৩৮ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

সারা দেশে বায়ুদূষণ, পলিথিন, জলাশয় ভরাট ও শব্দ দূষণ বিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এতে ৩৮ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ অধিদপ্তর বায়ুদূষণ, নিষিদ্ধ পলিথিন, জলাশয় ভরাট এবং শব্দ দূষণের বিরুদ্ধে দেশব্যাপী ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এ সময় ২৬টি মামলার মাধ্যমে মোট ৩৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে রংপুর, বান্দরবান, ঝিনাইদহ ও ঢাকা জেলার আমিন বাজারে পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে ৩৮ লাখ টাকা জরিমানা আদায় এবং ৫টি ভাটার কাঁচা ইট ধ্বংস, ১টি ইটভাটা উচ্ছেদ এবং ৩টি কিলন ভেঙে ফেলা হয়।

এছাড়া জলাশয় ভরাটের বিরুদ্ধে ফেনী জেলায় পুকুর ভরাট বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করে পুকুরটি পুনরুদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট