আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র’ লিফলেট বিতরণ এবং বিতরণ পরবর্তী চৌরাস্তার মোড়ে জনসংযোগ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে থাকি, এই স্পিড যদি থাকে; তাহলে এই ধাক্কায় আজকের ৫০০ তরুণ ওই তথাকথিত ৫০ হাজার রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে।’
‘আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে, একটা চেইন অব কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি এটা করতে পারি, তাহলে আজকে এই লালমোহনের ঢাল থেকে নতুন যে স্পিডের সূচনা হবে; নতুন বিপ্লবের সূচনা হবে’, যোগ করেন তিনি।
Leave a Reply