বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী
আত্রাই বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ ছাড়া আত্রাই উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে দোয় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় আত্রাই থানা বিএনপি,র অস্থায়ী দলীয় কাযালয়ে
পাঁচুপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নিয়ামত উল্লা বাবুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে
আত্রাই থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তসলিমউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানেঅন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপি’র যুগ্ন- সাধারণ সম্পাদক ও আত্রাই দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, থানাবিএনপি’র প্রচার সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম,
স্বেচ্ছা সেবক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ থানা যুব দলের ১নং আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, শ্রমিক দলের সভাপতি মোতাহার হোসেন, ছাত্র দলের কলেজ শাখা সভাপতি শেখ আদর,থানা ছাত্র দলের সভাপতি মোঃ শাকিল আহম্মেদ প্রমূখ সহ থানা বিএনপির সিনিয়র নেতা/কমীরা উপস্থিত ছিলেন।