1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

নতুন রূপে আসছেন জায়েদ খান

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান গত জুলাই থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি তিনি। এবার যুক্তরাষ্ট্রের একটি বাংলা সংবাদমাধ্যমে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

জানা গেছে, নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই চিত্রনায়ককে। বিষয়টি নিশ্চিত করে জায়েদ খান বলেছেন, ‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই-ও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারব, বিষয়টি আমার জন্যই আনন্দের।’

জায়েদ খান আরও বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একইসঙ্গে নার্ভাসও। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জায়েদ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে না ফিরে বরং বিদেশেই রোজগারের নতুন পথ খুঁজে নিলেন আলোচিত-সমালোচিত এই চিত্রনায়ক।

প্রসঙ্গত, ২০০৬ সালে বড়পর্দায় অভিষেক হলেও অভিনয়ের চেয়ে  বরং পর্দার বাইরে নানা কাণ্ডের জন্যই আলোচিত জায়েদ খান। কখনো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উচ্চবাচ্য করে ভাইরাল তো কখনো আবার ডিগবাজি দিয়ে হাসির খোরাক হয়েছেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট