
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার মহড়া। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মহড়ায় আগুন লাগলে করণীয়, ভূমিকম্প হলে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমসহ জরুরি প্রস্তুতি বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান করা হয়।
মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস কে এম শিবলী রহমান, উপজেলা সিনিয়র (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা প্রনব কুমার, কালকিনি ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার খোকন জমাদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।