1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বললেন ফখরুল

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

                                                                                                                                বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। উনার এ বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। যার উদ্দেশ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন এ নিয়ে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেছেন।

গত ৩০শে নভেম্বর সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ও তার স্ত্রী। লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মহাসচিব।

এদিকে, বিএনপি সংস্কার নয় বরং নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, এমন ধারণা ভুল বলে দাবি করেছেন মির্জা ফখরুল।

তার মতে, বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং। এজন্য বিএনপি ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট