1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হলো

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিউইয়র্ক ;হাকিকুল ইসলাম খোকন,

বাপসনিউজঃনিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হয়েছে। গত ৪ মে, ২০২৫ যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট স্টেট থেকে এক পত্রে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, পোর্টাল জার্নালিজমের বিশ্বব্যাপী এই সংগঠন ৩মে,  ২০১০ সালের ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’তে গঠিত হয়।খবর বাপসনিউজ ।

যুক্তরাষ্ট্রের মর্যাদাশীল হুজ হু জার্নালিসম সহ বহু পুরস্কার বিজয়ী , প্রবাসে সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজমের অগ্রদূত, বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ এর এডিটর, আইবিএন নিউজ ও ব্রাহ্মণবাড়িয়া ২ইউএসএ ডট কম এর প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি এই সংগঠনটি প্রতিষ্ঠার পর ২০১৬ সনে সিংগাপুর,মালশিয়া ও থাইল্যান্ড এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ এই তিন বছর ইউরোপসহ বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন সংগঠনের বিস্তৃতির লক্ষ্যে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন মুক্তকন্ঠ নিউজের সম্পাদক ও সাংবাদিক হেলাল মাহমুদ। ২০১৪ সালে ঢাকা থেকে পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৩ মে, ২০২৫ এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কম এর সম্পাদক ও সাংবাদিক আরিফুর রহমান আরিফ।

দীর্ঘ ১৫ বছরের এই সংগঠনটি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট স্টেট থেকে তালিকাভুক্ত হলো ।সংগঠনটির প্রধান কার্যালয় ৯৮৫ ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট #বি২, ব্রীজপোর্ট, কানেক্টটিকাট,সিটি- ০৬৬০৫-১১৮৮, যুক্তরাষ্ট্র। ফোন: ২০৩-৭২৬-৪২৭৬, ই-মেইল:rarifur392@gmail.com
নিউইয়র্ক অফিস:  ২৫-৫২,৩৮ স্ট্রীট, সুইট #৩-ডি, এস্টোরিয়া, নিউইয়র্ক, এনওয়াই ১১১০৩-৪২২১, যুক্তরাষ্ট্র ।ফোনঃ৯১৭-৮৩৭-৪৭০০ ও ইমেইলঃnybdnews@yahoo.com

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট