
বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর জেলা শহরের রয়েল রেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার এ আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে মাদারীপুর সদর থানার পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার উপস্থিত ছিলেন।
রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, “তিনি একদিন আগে এসে আমাদের হোটেলে অবস্থান করছিলেন। চাকরির সন্ধানে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।”
এ ব্যাপারে মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, “বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। খবর পাই তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছেমাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সকালে উপ-পরিচালক নাইমুর রহমান ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে ঢাকার মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের সদস্যরা। এ বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে ও বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা ও পূলিশ সূত্রে জানা যায়, নাইমুর রহমান রোবার অফিসে এসেছিলেন। পরে দুপুর ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে বের হয়ে যান। এরপর তিনি নিখোঁজ হন। দুপুর ১২ টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।