1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র সাজ্জাদুল ইসলাম শুভর (১৬)। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পাগলপ্রায় বাবা-মাসহ পরিবারের সদস্যরা। তাকে খুঁজে পেতে হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন পরিবার।

নিখোঁজ সাজ্জাদুল ইসলাম শুভ কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের স্থানীয় চৌধুরী বাজারের পশু চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী আমিনুল ইসলাম সবুজের ছেলে। সে নোয়াখালী আল ফারুক একাডেমির দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। শহরের হাউজিং মোড়ে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থেকে লেখাপড়া করে সে।

নিখোঁজ শুভর বাবা আমিনুল ইসলাম সবুজ যুগান্তরকে বলেন, সাজ্জাদুল ইসলাম প্রতিদিনের মতো গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে প্রাইভেট (কোচিং) পড়তে বাসা থেকে বের হয়। কিন্তু বিকাল গড়িয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু চারদিন পার হয়ে গেলেও কোথাও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় নোয়াখালীর সুদারাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে সন্তানের খোঁজ না মেলায় পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করে বার বার কান্নায় ভেঙে পড়ছেন তারা। শুভর খোঁজে চারদিকে ছোটাছুটি করছেন আত্মীয়স্বজনও।

সন্তানকে খুঁজে পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন শিশুর বাবা আমিনুল ইসলাম সবুজ। যোগাযোগের নাম্বার (০১৭১৬৯৫৭৮২০-০১৭৮৯৫১৪০৯০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট