1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

নির্বাচন হবে পিআর পদ্ধতিতে: চরমোনাই পির

সিমান্ত মোল্লা .জাজিরা,শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই বলেছেন, আমরা আগের নিয়মে নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চাই না। তাই আগের পদ্ধতিত্বে নির্বাচন হবে না। নির্বাচন হবে পিআর পদ্ধতিতে।

 

তিনি বলেন, ২৪ এর গণআন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। অনেক ছেলে-মেয়ে পঙ্গুত্ববরণ করেছে। এর নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে সাজাব। কিন্তু এখন আমরা যেটা লক্ষ করছি সেটা হলো দেশের ভেতরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে। দেশে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে তাতে ফ্যাসিবাদের জন্ম হয়। দেশের টাকা বিদেশে পাচার হয়। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রীর তিনটি দেশে ২২০টি বাড়ি রয়েছে যার মূল্য ৫ হাজার কোটি টাকার ওপরে। এ টাকা কি তার বাবা অথবা তার দাদায় রেখে গিয়েছিল? এ টাকার আমার আপনার সব জনগণের। এর পরিবর্তন আমাদেরই আনতে হবে।

 

মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এক যুব সমাবেশে প্রধান আতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এ কথা বলেন।

 

এ সময় ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউসুফ আবরারের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএম আজিজুল হক, হাফেজ কেরামত আলী অ্যাডভোকেট হানিফ মিয়া সরদার, এসএম আহসান হাবিব, মুফতি ফেরদৌস আহাম্মেদ, মুফতি ইমরান হোসাইন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট