1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত ইটনা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

(কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জের ইটনা উপজেলার সাবেক সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান উবায়দুর রহমান সেলিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে সদরের নতুনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

স্থানীয়রা জানান, গ্রেফতার উবায়দুর রহমান সেলিম সাবেক এমপি রেজওয়ান আহমেদ তৌফিক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

 

ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতামূলক কাজের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে বৈঠক করার খবর পেয়ে নতুনবাজারে অভিযান চালানো হয়। এ সময় উবায়দুর রহমান সেলিমকে গ্রেফতার করা হয়। অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। আসামিকে ইটনা থানার মামলায় কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট