1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

নিষ্ক্রিয় করা হয়েছে কেরু চিনিকল চত্বরে পাওয়া দ্বিতীয় বোমাটি

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে পাওয়া বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কেরু কোম্পানির চত্বরে রাজশাহী থেকে আসা র‍্যাব-৫ এর ছয় সদস্যের একটি দল বোমাটি নিষ্ক্রিয় করেন। বোমাটি শক্তিশালী বলে জানিয়েছেন তারা।

 

এর আগে, শনিবার সকালে কেরু কোম্পানি চত্বরে ছাগল চড়াচ্ছিলেন এক যুবক। তিনি প্রথমে কালো টেপ মড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীদের জানান। এরপরই ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীর একটি দল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থলের আশপাশে সতর্ক অবস্থান নেন।

একদিনের ব্যবধানে শনিবার দুপুর ১২টার দিকে কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে আবারও বোমা সদৃশ বস্তু পাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশে ঝোপের মধ্যে লাল টেপ মড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। বোমা হতে পারে এই সন্দেহ হওয়ায় তারা দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন। এই নিয়ে দিনব্যাপী আতঙ্ক সৃষ্টি হয়। বোমা সদৃশ্য বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এটিকে ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাতে ৮টার দিকে রাজশাহী থেকে র‍্যাবের ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে এসে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।

 

স্থানীয় ও প্রতিষ্ঠানটিতে কর্মকরত কয়েকজন জানান, প্রতিষ্ঠানে সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এই ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ঢাকা পোস্টকে বলেন, শনিবার রাতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট