1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

গাজার নেটজারিম করিডোরের পশ্চিম অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো বলছে, বাস্তচ্যুত বাসিন্দাদের আলোচিত এই চেকপয়েন্ট ব্যবহারের অনুমতি দিচ্ছে আইডিএফ।

এই সেনা প্রত্যাহারের উদ্দেশ্য হল বাস্তচ্যুত ফিলিস্তিনিদের জন্য গাজার উত্তর অংশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করা। প্রতিবেদন অনুযায়ী, সেনারা নেটজারিম করিডোরের পশ্চিম অংশ থেকে তাদের বাহিনী সরিয়ে নিচ্ছে

নেটজারিম করিডোর গাজার উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান চেকপয়েন্ট। ইসরাইলি বাহিনী এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এটি ব্যবহার করেই ইসরাইল উত্তর ও দক্ষিণ গাজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, আইডিএফকে রাশিদ স্ট্রিটের কাছ থেকে পূর্বদিকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে বলা হয়েছে এবং ওই এলাকায় সব সেনা ঘাঁটি ও স্থাপনা ভেঙে ফেলতে হবে।

গতকাল, গাজার রাসিদ স্ট্রিটে হাজার হাজার বাসিন্দা জমায়েত হলেও, আইডিএফ চেকপয়েন্ট খোলেনি এবং বাসিন্দাদের কাছে আসতে নিষেধ করে।

তবে হামাসের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর, গাজার বাসিন্দাদের জন্য উত্তর গাজায় ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে এখন।  গাজার বাসিন্দাদের নেটজারিম করিডোর এবং রাসিদ স্ট্রিট দিয়ে, সকাল ৭টা থেকে, পায়ে হেঁটে উত্তর গাজায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। আর যানবাহন দিয়ে নিরাপত্তা যাচাই শেষে সেলাহ আদিন স্ট্রিট দিয়ে সকাল ৯টা থেকে চলাচল করতে পারবে।

গাজার হামাস পরিচালিম মন্ত্রণালয় এএফপিকে নিশ্চিত করেছে, গত রাতের ইসরাইলের সঙ্গে আলোচনার সফল সমঝোতার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজার উত্তর অংশে ফিরতে শুরু করেছে।

আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদ্রায়ি গাজার বাসিন্দাদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছেন।

তিনি সতর্ক করেছেন, গাজার উত্তর দিকে কোনো সন্ত্রাসী বা অস্ত্র পরিবহন না করতে। আইডিএফের অবস্থান বা সেনাদের কাছ থেকে দূরে থাকতে, রাফাহ ক্রসিং এবং ফিলাডেলফি করিডোর এলাকা এড়িয়ে চলতে এবং আগামী কয়েকদিনে ভূমধ্যসাগরে সাঁতার, বা মাছ ধরার চেষ্টা না করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট