গত সাতদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ৪০১ জনকে আটক করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) নৌ পুলিশ সদর দপ্তর এসব তথ্য জানিয়েছে।
নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৩২০ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৪৩১ কেজি মাছ, ৮ লাখ ৫০ হাজার চিংড়ী রেনু পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ১৭৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১৪৬টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ২৩টি ড্রেজার জব্দ করা হয়।
এই অভিযানে ৪০১ জন আসামিকে আটক করা হয় এবং ৮৮টি মামলা দায়ের করা হয় এবং সাত মরদেহ উদ্ধার করা হয়।