
২৬ নভেম্বর ২০২৫, বুধবার বিকাল ৩টায় পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনের পৌর শহরে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। পৌরপাড়া ও বিভিন্ন মহল্লার অলিগলিতে সাধারণ মানুষের মাঝে এসব প্রচার সামগ্রী বিতরণ করেন স্থানীয় বিএনপি নেতারা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-০২ বাউফল আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী, বাউফল উপজেলা বিএনপির আগামী নেতৃত্বের কান্ডারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু এ গণসংযোগে নেতৃত্ব দেন।
গণসংযোগকালে তিনি বলেন, “বাউফল উপজেলায় সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।” তিনি আরও দাবি করেন যে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যা পুরো এলাকায় নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তোলে।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।