1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

পটুয়াখালী ভার্সিটিতে, মহান বিজয় দিবস উদযাপিত।

জাকির হোসেন হাওলাদার। দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়।উক্ত র‍্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সম্মুখে শেষ হয়।র‍্যালীশেষে শহীদ মিনারের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহানকে গার্ড অব অর্নার প্রদান করেন।সাড়ে১০টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রো -ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান।এছাড়া পবিপ্রবি ইউট্যাব,জিয়া পরিষদ,জাতীয়তাবাদী ছাএদল, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ পুস্পস্তবক অর্পণ করে।পরে এক আলোচনা সভায় ইউট্যাব সভাপতি প্রফেসর ড.মো: মামুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান।ড.এবি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএএম অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো: হাবিবুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো:মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ ড.হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার এম রিয়াজ কাঞ্চন শহীদ, ছাএদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, কর্মচারী প্রতিনিধি মাহবুব হোসেন, মোশারেফ হোসেন প্রমুখ।দিবসটি উপলক্ষে বেলা ১১টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক, কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দুপুরে শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আব্দুল কুদ্দুছ।এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ২দিন আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।।#
জাকির হোসেন হাওলাদার।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট