পরশুরামে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদস্যরা।
সোমবার সকাল ৮টার দিকে বিশেষ টহলের সময় ভারতীয় সীমান্তের দিক থেকে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ জানায়। এসময় সে হাতে থাকা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা মৃত বজলুর রহমান, গ্রাম—বাউরখুমা তালুকপাড়া, থানা—পরশুরাম, জেলা—ফেনী। জানা যায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তার নামে পূর্বে ১০টি মামলা রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি নিয়মিতভাবে ভারত থেকে মাদক ও মদ পাচার করত।অভিযানের সময় বাউরখুমা-তালুকপাড়া মাঠের মধ্যে, মেইন পিলার ২১৬০/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।আটককৃত মালামাল:
ভারতীয় ম্যাকডুয়েল হুইস্কি (৩৭৫ মি.লি.) ৪ পিস।আনুমানিক মূল্য: ৬,০০০ টাকা।আটককৃত আসামীকে পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।