1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে আমিনুল ইসলাম গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে কৃষিজমি ও আবাসিক এলাকা ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের মূল হোতা হিসেবে কেত্তারপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৫)-কে শনাক্ত করা হয়। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রোববার (২২ জুন ২০২৫) দুপুর ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আমিনুল ইসলাম ওই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে কৃষিজমি ও আশেপাশের বসতবাড়ির ক্ষতি করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

 

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট