গাইবান্ধার পলাশবাড়ীতে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা উপলক্ষে র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়।
সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ আরও অনেকে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, “সরকারের ভূমি সেবাগুলোকে জনগণের কাছে সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করা যাচ্ছে, যা হয়রানি ছাড়াই দ্রুত সময়ে সম্পন্ন হচ্ছে।”
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।