1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

পাঁচবিবিতে ক্লাবের উন্নয়নে অনুদান দেন ছাত্রনেতা শামীম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

গরীব অসহায় ও দুস্থ মানব সেবা ও এলাকার উন্নয়নে নগদ অর্থ সহায়তা, সাহায্য সহযোগিতা প্রতিনিয়ত করছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় বসবাস করা গরীব অসহায় ও এতিম মেধাবী ছেলে মেয়েদের পড়াশোনার খরচ এবং গরীব মা-বাবার মেয়ের বিয়ের খরচ দেন এ ছাত্রনেতা। সোমবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মাতাইশ মঞ্জিল এলাকায় মহল্লায় দেশ স্বাধীনের পরের বছর প্রতিষ্ঠিত মুক্ত খেলাঘর ক্লাব পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ক্লাবের সভাপতি/সম্পাদক, উপদেষ্টা মন্ডলীর সহ সকল সদস্য ও এলাকার সুধিজনের সঙ্গে এক মতবিনিময় করেন।

‎মতবিনিময় শেষে ক্লাবের খেলার সামগ্রী ক্রয় ও অবকাঠাম উন্নয়নে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ১’লক্ষ টাকা নগদ অনুদানের টাকা ক্লাব কমিটির সভাপতি/সম্পাদকের হাতে তুলে দেন ছাত্রনেতা শামীম। এসময় উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক প্যানেল মেয়র মোঃ রেজাউল ইসলাম চৌধুরী, উপদেষ্টা হাসিবুর রহমান হিরু, সিদ্দিকুল আলম চৌধুরী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান লিটন, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী ও সম্পাদক সজল কুমার দাস সহ স্থানীয় সুধীজন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট