জয়পুরহাটের পাঁচবিবির ছোট যমুনা নদীতে শ্রী জোহান নামের এক আদিবাসী ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার বালিঘাটা ইউনিয়নের প্রাইগপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদী থেকে জোহানের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত জোহান নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার রুপনারায়নপুর গ্রামে বাসিন্দা। জোহান কয়েক বছর যাবৎ উপজেলার নওদা গ্রামের মোঃ মশিউর রহমানের গরুর খামারে শ্রমিকের কাজ করছিল। বিকালে নদীর জলে জোহানের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পাঁচবিবি থানার তদন্ত (ওসি) ইমায়েদুল জাহেদী জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply