জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় (২০ বিজিবি) ব্যাটালিয়নের অধীন আটাপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ করেছে।
২৮ জুন সকাল আনুমানিক ৯ ঘটিকায় বি জি বি টহল রত অবস্থায় দলটির নেতৃত্ব দেন জেসিও-৮৩৮৭ নং নায়েব সুবেদার মোঃ শাহজাহান সরকার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ২৮৪/১৮-এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, উত্তর গোপালপুর নামক স্থানে মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল
১১৮০ পিস ভারতীয় ‘কুপি জেসিক’ ইনজেকশন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৭৭,০০০/- টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্ত একটি জিআর মামলা (জিআর নম্বর: ০০৮৯৪২) দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির নায়েব সুবেদার শাহজাহান সরকার জানিয়েছেন সীমান্তে এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে।
Leave a Reply