1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

পাঁচলাইশ থানা জাসাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন।

স ম জিয়াউর রহমানঃচট্টগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবসের প্রাক্কালে জাসাস–পাঁচলাইশ থানার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর খোলা ট্রাকযোগে পুরো চট্টগ্রাম মহানগরজুড়ে বিজয় দিবসের গান পরিবেশন করেন জাসাস শিল্পীবৃন্দ।এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান।

পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির নেত্রী নাজমা সাঈদ, জাসাস দক্ষিণ জেলা আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিয়া, চট্টগ্রাম মহানগর জাসাস নেত্রী নাহিদা নাজু, শিল্পী এসবি সুমী, আকবরশাহ থানা জাসাসের সাধারণ সম্পাদক রিপন ভাণ্ডারি, বন্দর থানা জাসাসের সভাপতি মোঃ সেলিম।

এছাড়াও অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস পাঁচলাইশ থানার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জাসাসের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার, অর্থ সম্পাদক নাসিরুদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শাহদাত রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিল্পীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট