সবুজে ঘেরা, পাখির কলরবে মুখর একটি নারায়ণগঞ্জ-এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির অংশ হিসেবে ডিএনডি খাল সংলগ্ন লেকপার্ক এলাকায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কার্যক্রম।
রোববার (২০ জুলাই) সকালে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের আয়োজনে প্রায় চার কিলোমিটারজুড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যার অন্যতম উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও প্রাণবৈচিত্র্য রক্ষা।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা স্বপ্ন দেখেন একটি পাখিবান্ধব শহরের, যেখানে মানুষ আর প্রকৃতি মিলেমিশে বাস করবে। সেই চিন্তা থেকেই তিনি নিজ হাতে একটি জামগাছ রোপণ করেন—যা শুধু একটি গাছ নয়, বরং ছিল পাখিদের প্রতি তার গভীর মমত্ববোধের প্রতীক। তিনি বলেন, এই জামগাছটি বড় হলে পাখিরা আশ্রয় পাবে, ফল খেতে পারবে। মানুষের পাশাপাশি ওরাও এই শহরের বাসিন্দা।
জেলা প্রশাসক আরও জানান, জেলার পরিবেশ রক্ষায় চলমান বৃক্ষরোপণ কর্মসূচিতে ইতোমধ্যেই এক লক্ষতম গাছ রোপণের মাইলফলক অর্জিত হয়েছে ১০ জুলাই। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নতুন করে আরও ৮০০ গাছ লাগানোর উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ), রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা।
রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা বলেন, সবার অংশগ্রহণে এই আয়োজনটি শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং একটিই বার্তা-পাখি, গাছ আর মানুষের মাঝে সহাবস্থানের মেলবন্ধন
Leave a Reply