লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২১ মে) দিবাগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।
পুলিশ বিজিবি ও স্থানীয়রা জানান, মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে জোরপূর্বক নারী ও শিশুসহ কয়েকজনকে বাংলাদেশে পুশ ইন করে। ২০ জনকে বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের মধ্যে ১১ জন নারী, সাতজন শিশু ও দুইজন পুরুষ রয়েছে।
স্থানীয় একটি সূত্র দাবি করে, গেল মধ্যরাতে মোট ৩৫/৪০ জনকে পুশ ইন করা হয়েছে। তার মধ্যে প্রথমে ১১ জনকে আটক করে বিজিবি। পরে স্থানীয়রা আরও দুই দফায় ৯ জনকে আটক করে ক্যাম্পে জমা দেয়। এভাবে অনেকে সীমান্ত পার হয়েই আত্মগোপনে রয়েছে। ভালো করে তল্লাশী করলে লোক সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে সূত্রটি।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, বিএসএফ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দিলে (পুশইন) তাদেরকে আটক করে পুলিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৩/৪ দফায় পুশ ইন করা ২০ জনকে জমা দিয়েছে বিজিবি। আটককৃতরা ২০/২৫ দিন ভারতীয় জেলে বন্দি ছিলেন। এরপর ভারতীয় পুলিশ গাড়িতে করে নিয়ে এসে সীমান্তে ঠেলে পাঠিয়েছে। এরা সবাই মুসলিম, নারী ও শিশু বেশি।
Leave a Reply