1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

পানছড়িতে পলাতক আসামী আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

জেলার পানছড়ির নকুল মাষ্টার পাড়া হতে পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ১৭ জুন দুপুরে এএসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এলাকায় অভিযান চালিয়ে জিআর ৪৬/২৪ মামলার পলাতক আসামি বিজয় বড়ুয়া / পলান)(২২), কে আটক করে।

আটককৃত বিজয় বড়ুয়া পলান সদর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রদীপ বড়ুয়ার ছেলে।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নিয়মিত টহলে পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করা চলমান আছে। অপরাধ দমনে পুলিশ কাজ করছে। আটককৃ আসামী কে খাগড়াছড়ি সদরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট