1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

পাবনার আতাইকুলায় রোড এক্সিডেন্টে প্রাণ গেল এক স্কুল শিক্ষার্থীর

মোঃ নুরুন্নবী,পাবনা, প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

পাবনার আতাইকুলা থানায় করিমণ (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি ) চাপায় প্রাণ গেল নুসরাত জাহান (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর ।

 

নিহত শিক্ষার্থী নুসরাত জাহান আতাইকুলা কলেজিয়েট হাইস্কুল এন্ড কিন্ডার গার্ডেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং মাধপুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে ।

 

শনিবার(২৮জুন)সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায় , শনিবার সকালে নুসরাত তার স্কুলে প্রাইভেট পড়তে যায় । সড়ক পাড় হওয়ার সময় আতাইকুলা বাজার থেকে ছেড়ে আসা সুতা বোঝাই একটি করিম তাকে চাপা দেয়। করিমণটি নুসরাতে মাথার ওপড় দিয়ে উঠে পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

 

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট