চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, একে খান কুটুম্ববাড়ি রেস্তোরাঁর সামনে সোমবার রাত দশটার দিকে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে অজ্ঞাত প্রাইভেটকারে করে ৮/৯ জন অপহরণকারী নিয়ে যান এবং পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ বিষয়ে অপহরণের শিকার সিরাজুল ইসলামের পরিবার মঙ্গলবার বিকেলে পাহাড়তলী থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ ছায়া তদন্তে নামে, তথ্য প্রযুক্তি ও ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে অজ্ঞাত প্রাইভেটকার ও অপহরণকারী নিজাম উদ্দীন রাসেলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নিজাম উদ্দীন রাসেল কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানার সাতবাড়িয়া গ্রামের মাহবুবুল হকের পুত্র।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ যুগান্তরকে বলেন, এসআই জাহেদ, এসআই শহিদুল আলমসহ একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply