1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

পিকনিকের নৌকা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

(পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে পিকনিকে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে প্রাণ গেল এক রাজমিস্ত্রির। মৃত বুরুজ হোসেন (৪১) উপজেলার বোয়াইলমারী গ্রামের এন্তাজ প্রামাণিকের ছেলে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা এলাকায় গুমানী নদী থেকে বুরুজের লাশ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বুরুজ হোসেন এলাকার কিছু মানুষসহ চলনবিল ভ্রমণ ও পিকনিকের উদ্দেশ্যে শ্যালো ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বের হন। নৌকার গলুইয়ের সামনে বসে থাকা অবস্থায় হঠাৎ গুমানী নদীতে পড়ে গিয়ে বুরুজ মূহূর্তেই তলিয়ে যান। এরপর নৌকায় থাকা লোকজন অনেক চেষ্টার পরেও তাকে খুঁজে পাননি।

রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা সকাল থেকে দুই দফায় চেষ্টা চালিয়ে বুরুজের লাশ উদ্ধার করে।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট