1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

পিরোজপুরে পয়লা বৈশাখ ঘিরে নাগালের বাইরে ইলিশের দাম

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি ফেরিঘাট এলাকার কচা নদীর তীরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ বিক্রির হাট বসে। যেখানে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকায় পয়লা বৈশাখ উপলক্ষ্যে ইলিশের দাম চড়া। ফলে ক্রেতারা দাম-দামি করে খালি হাতে ফিরে যাচ্ছেন।

‎ক্রেতাদের অভিযোগ পয়লা বৈশাখ উপলক্ষ্যে বিক্রেতারা ইলিশের দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন সরবরাহ তুলনামূলক কম হলেও দাম স্বাভাবিকই আছে দাম তেমন বাড়ে নাই।

‎জানা যায়, এ হাটে জাটকা ইলিশের দাম কেজি প্রতি ৮০০ থেকে ১০০০ টাকা, ৭০০ গ্রাম থেকে ১ কেজির নিচের ওজনের ইলিশের দাম কেজি প্রতি ১৩০০ টাকা থেকে ১৪০০ টাকা, এক কেজি বা এর বেশি ওজনের ইলিশের দাম ২২০০ টাকা থেকে ২৮০০ টাকা। যা স্বাভাবিক দামের তুলনায় একটু বেশি দামেই বিক্রি হচ্ছে।

‎পিরোজপুর সদর থেকে ইলিশ কিনতে আসা সিকদার জসিম উদ্দিন বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে এখানে ইলিশ মাছ কিনতে এসেছি। বছরে একটা দিন ইলিশ খাওয়াটা উৎসব তাই কিনতে আসা। রাতেই এ হাটে ইলিশ পাওয়া যায়। তবে দাম অনেক বেশি আমার সাধ্যের বাইরে। তাই তপসি মাছ ১ হাজার টাকা কেজি দরে কিনেছি। ইলিশ আর কিনতে পারিনি।

‎মাছ কিনতে আসা মিঠুন হালদার বলেন, মাছ দেখেছি দামদরও করেছি কিন্তু কিনতে পারিনি। দাম তুলনামূলক অনেক বেশি। এভাবে হলে আমরা সাধারণ মানুষ মাছ কিনে খেতে পারবো না।

‎চরখালি ফেরিঘাট এলাকার মাছ বিক্রেতা মো. আজিজুল ইসলাম বলেন, ইলিশের দাম বেশি না। অন্যান্য দিনের মতোই তবে সরবরাহ কম। ক্রেতারা দামদর করছেন কিন্তু মাছ কিনছেন না। আমরা তো দামে হলেই দিয়ে দিতাম মাছ নিয়ে বসে থাকলে তো আমাদের লাভ নাই। ক্রেতারা যে দাম বলে তাতে আমাদের চালানই থাকে না।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট