প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
শেখ হাসিনাসহ আসামি ২০৬, গ্রেপ্তার ৭৩ জন
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশজুড়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে ২৭টি। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে। এখনো পলাতক ১৩২ জন।
আসামিদের মধ্যে গ্রেপ্তারের পর কারাগারে মারা গেছেন একজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে গত ২৫ জুন মামলা ও গ্রেপ্তার–সংক্রান্ত এসব তথ্য পেয়েছে প্রথম আলো।
বণিক বার্তা
ড. ইউনূস উষ্ণ অভ্যর্থনা পেলেও চীনের ঋণ প্রতিশ্রুতি এখনো শূন্য
চলতি বছরের ২৬ মার্চ। চীনের হাইনান প্রদেশের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের বিশেষ উড়োজাহাজ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় অবতরণ করা উড়োজাহাজ থেকে নামার পথে বিছানো ছিল লালগালিচা। প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন হাইনান প্রদেশের গণসরকারের ভাইস গভর্নর ওয়াং জুনশো।
আজকের পত্রিকা
দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন আট কর্মকর্তা। তাঁদের ছয়জনের নামেই দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অভিযোগ অনুসন্ধান করছে। কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত কর্মকর্তারা হলেন শেখ মো. ওয়াহিদ উজ জামান, আবুল কালাম আজাদ, কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী), নজিবুর রহমান, ড. আহমদ কায়কাউস ও তোফাজ্জল হোসেন মিয়া ওরফে রিপন মিয়া।
কালের কণ্ঠ
ঈদের পর থেকে চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম লাগামহীন। গত এক মাসে সব ধরনের চাল, আলু, দেশি পেঁয়াজ, টমেটো, বেগুন, করলা ও সোনালি মুরগি—এই সাত পণ্যের দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৩৩ শতাংশ বেড়েছে। পণ্যের দাম নতুন করে বাড়লেও আয় না বাড়ায় ক্রেতা অসহায়। কিনতে গিয়ে পকেটের বারোটা বেজে যাচ্ছে তাদের।
প্রথম আলো
দর–কষাকষির পর ব্যয় কমছে ১৮৬ কোটি টাকা
মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রোরেল চলাচল বিষয়ে জট খুলতে শুরু করেছে। এ পথে রেললাইন, বৈদ্যুতিক ও সংকেতব্যবস্থা স্থাপনসহ অন্যান্য কাজে ঠিকাদার বাড়তি ব্যয় দাবি করার কারণে জটিলতা শুরু হয়। শেষ পর্যন্ত দর–কষাকষি করে ১৮৬ কোটি টাকা কমানো হয়েছে। প্রস্তাবিত দরের চেয়ে যা প্রায় ২৯ শতাংশ কম। সংশোধিত ৪৬৫ কোটি টাকায় ঠিকাদার নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের বিষয়টি সরকারের পর্যালোচনায় আছে।
তবে এখন ঠিকাদার নিয়োগ করা হলেও বর্ধিত এ অংশে মেট্রোরেল চালু হতে দেড় বছর লাগবে। যদিও মতিঝিল থেকে কমলাপুরে মেট্রোরেল সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার সময় আগামী ডিসেম্বরে চালুর কথা বলা হয়েছিল।
কালের কণ্ঠ
পুঁজিবাজারের ২০ হাজার কোটি গায়েব
বহুল আলোচিত ২০০৯-১০ সালের শেয়ার কেলেঙ্কারির কথা নিশ্চয় এখনো সবার মনে আছে। দেশ-কাঁপানো ওই শেয়ার কেলেঙ্কারির ঘটনায় হাজারো মানুষ পথে বসেছিল, নিঃস্ব হয়েছিল। শেয়ারবাজারের সামনে মানুষের আর্তনাদ, আহাজারি আওয়ামী লীগ সরকারের অপশাসনের চিত্রকেই ফুটিয়ে তুলেছিল। শেয়ার মার্কেটের এই ভয়াবহ ঘটনার পর গঠিত হয়েছিল একটি তদন্ত কমিটি।
কালের কণ্ঠ
রাজধানী ঢাকাসহ দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছেই। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা ও ফাঁড়ি থেকে লুট হয় পুলিশের অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ। এখন এসব অস্ত্র ব্যবহার করে খুনাখুনি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ করছে দুর্বৃত্তরা।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশে অপরাধ বৃদ্ধির বড় কারণ অবৈধ অস্ত্রের ব্যবহার।
আজকের পত্রিকা
বৈদেশিক সম্পর্ক /নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় ভারত-চীন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিন মাস আগে এক সপ্তাহের ব্যবধানে কথা হয়েছিল চীন ও ভারতের দুই শীর্ষ নেতার। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের মাধ্যমে অন্তত বরফ গলতে শুরু করবে, এমন আশাবাদ ছিল সরকারের। অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সুযোগে চীনের সঙ্গে সম্পর্কের পালে জোর হাওয়া লাগার আশা জাগে সরকারের অনেকের ভেতর। কিন্তু বাস্তবে দুই আঞ্চলিক পরাশক্তির কারও সঙ্গেই সম্পর্ক তেমন এগোচ্ছে না।
সমকাল
ভোটকেন্দ্র স্থাপনের ক্ষমতা হারালেন ডিসি-ইউএনও
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নীতিমালায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান করে কমিটি করার বিধান বাদ দেওয়া হয়েছে।
অনেক দিন ধরেই ভোটকেন্দ্র স্থাপনের কাজটি ইসির কর্মকর্তারা করে আসছিলেন। তবে গত সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এ কাজে প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের যুক্ত করে। এ জন্য নীতিমালা সংশোধন করে ডিসি ও ইউএনওদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। তখন এটি নিয়ে সমালোচনা হয়। নতুন নীতিমালায় ভোটকেন্দ্র স্থাপনের ক্ষমতা ফিরে পেলেন ইসির কর্মকর্তারা।
যুগান্তর
আবু সাঈদ হত্যার নির্দেশদাতা হাসিনা
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। এ হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর মামলার এজহারভুক্ত প্রধান আসামি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাসিবুর রশীদ বাচ্চুসহ চারজন ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথভাবে আবু সাঈদকে হত্যার নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে এএসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যদের মাধ্যমে গুলি চালিয়ে আবু সাঈদকে হত্যা করা হয়।
বণিক বার্তা
পুরনো বন্দোবস্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ
১ জুলাই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। সাধারণত এদিন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা থাকেন উৎসবমুখর। কিন্তু গত বছর দিনটিতে শিক্ষার্থীদের মনে ছিল চাপা ক্ষোভ। কেননা ২০২৪ সালের ৫ জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে সর্বোচ্চ আদালত কোটা বহালের নির্দেশ দিয়েছিলেন। এ রায়কে কেন্দ্র করেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বদলে টিএসসি এলাকায় জমায়েত হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে সহস্রাধিক শিক্ষার্থীর একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে, নীলক্ষেত-সায়েন্স ল্যাব ঘুরে শাহবাগে সমাবেশে মিলিত হয়। ওই সমাবেশে ঘোষিত চার দফার মধ্যে কোটা প্রথার বাইরে সবচেয়ে জোরালো দাবি ছিল ‘দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে’।
কালবেলা
দুদকের জালে তানভীরসহ ৩৬ প্রেস মালিক
চলতি ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপায় ৩০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরসহ ৩৬ প্রেস মালিকের বিষয়ে তথ্য চেয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) চিঠি দিয়েছে সংস্থাটি। তবে পুরো কেনাকাটা ও দুর্নীতির সঙ্গে যুক্ত এনসিটিবির সাবেক চেয়ারম্যান, সচিব, সদস্য (পাঠ্যপুস্তক) এবং বিতরণ ও উৎপাদন নিয়ন্ত্রকসহ পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। এদিকে, দুদকের এমন উদ্যোগের পর মুদ্রণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।