
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ, সদর সার্কেলকে আক্রান্ত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
জানা গেছে, গত ৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে অতিরিক্ত পুলিশকে আক্রান্ত করার ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা নং-০৫, তারিখ ০৪/১০/২০২৫, ধারা— আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধন ২০১৯) এর ৪(১) তৎসহ দণ্ডবিধি ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়।
মামলার পরপরই নরসিংদী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। রোববার (৫ অক্টোবর) নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানাঃ
১/ ফজলুল রশিদ ওরফে আদর (৪০), পিতা মৃত মাহমুদুর রশিদ, গ্রাম পূর্ব ব্রাহ্মন্দী, সদর, নরসিংদী।
২/শফিকুল ইসলাম সুমন (৪৪), পিতা শামসুল হক খন্দকার, গ্রাম দত্তেরগাঁও ভিটি পাড়া, থানা শিবপুর, জেলা নরসিংদী।
৩/কুদরত হাসান রবিন (২৩), পিতা বিরাজ খা, মাতা পেতনা বেগম, সাং হাজীপুর, ওয়ার্ড ০৩, নরসিংদী।
৪/ মোঃ রকিব খা (৩০), পিতা মোঃ বিরাজ খান, মাতা পেতনা বেগম, সাং হাজীপুর, ওয়ার্ড ০৩, নরসিংদী।
৫/মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা মোঃ হুমায়ুন কবির, মাতা নুরজাহান বেগম, সাং ব্রাহ্মন্দী, ওয়ার্ড ০২, নরসিংদী।
৬/মোঃ তানভীর মিয়া (২২), পিতা মোঃ শওকত মিয়া, মাতা রাবিয়া বেগম, সাং বোয়াকুর, নরসিংদী।
৭/ শান্ত মিয়া (২৩), পিতা শামসুল আলম, মাতা শিমু আক্তার, সাং বালিয়া (বাজার), থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ; বর্তমানে বসবাস করেন বানিয়াছল, নরসিংদীতে।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।