1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

পোস্তগোলায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

রাজধানী শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন আহমেদ জানান, আমরা খবর পেয়ে পোস্তগোলা ব্রিজের উপর থেকে অজ্ঞাতপরিচয় ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আশপাশের লোক মুখে জানতে পারি, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ওই নারী আহত হন। ঘটনার পর ঘাতক মোটরসাইকেলটি পালিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট