1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

প্রকৌশলীসহ নিহত ৩, ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

জেলা প্রতিনিধি যশোর
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নির্মাণাধীন ভবনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে যশোর শহরের সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নুরু (৪৫), যিনি সাব-কন্ট্রাক্টরের কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন ষষ্ঠতলার কার্নিশে তিনজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই প্রকৌশলী মারা যান। গুরুতর আহত অবস্থায় সাব-কন্ট্রাক্টর নুরু মিয়াকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ভবনের শ্রমিক মুজিবর রহমান জানান, মঙ্গলবার সকালে তারা ভবনের পশ্চিমাংশে নির্মাণকাজ করছিলেন। এ সময় ভবনটির নির্মাণাধীন কার্নিশ ভেঙে তিনজন নিচে পড়ে যান। গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে আনার পর আরও একজনের মৃত্যু হয়। মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

যশোর শহরের সার্কিট হাউজপাড়ার বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ জানান, তাদের এলাকার ইকবাল মঞ্জিলটির ৬ তলার একপাশ নির্মাণ শেষ হলেও অন্যপাশ অর্থাৎ পশ্চিমপ্রান্ত নির্মাণাধীন ছিল। নির্মাণাধীন অংশের  কার্নিশ ভেঙে তিনজন নিহত হয়েছেন।

তমাল আহমেদ অভিযোগ করেছেন, ভবনটি ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হচ্ছিল। ভবনের গঠনশৈলী ও নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা

ব্যবস্থায়ও ঘাটতি ছিল। এই সড়ক দিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। স্থানীয়দের দাবি, ভবনের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে।

বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজার বাবলু রহমান বলেন, এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ ২০১০ সাল থেকে শুরু হয়েছিল। নিহতের মধ্যে দুইজন প্রকৌশলী ও একজন সাব কন্ট্রাক্টর রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর শুনে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। নির্মাণ সংক্রান্ত বিষয়ে কোনো ত্রুটি পেলে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট