বিদেশে দেওয়ার প্রলোভনে রাজধানীর কয়েকজন যুবকের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। প্রতারকরা নিজেদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার ফাঁদ পেতেছিল।
অভিযোগে জানা যায়, প্রধান অভিযুক্ত মো. হারুন সরকার একটি ভুয়া আইডি কার্ড ব্যবহার করে নিজেকে Recruiting Manager, Hazrat Shahjalal International পরিচয় দেন। আইডি কার্ডে তার মোবাইল নম্বর (০১৬০০৩২৯৯৮৯), রক্তের গ্রুপসহ নানা তথ্য উল্লেখ ছিল।
হারুন সরকারের সঙ্গে আরও কয়েকজন সহযোগী যুক্ত ছিলেন। তারা হলেন—
জাকির হোসেন, পিতা: পিতা: রশিদ
সাক্ষু, পিতা: আক্কাস
রাকিব, পিতা: রবিউল
রাজিব, পিতা: হামদু
অভিযুক্তরা ভুক্তভোগীদের বিদেশে দেওয়ার আশ্বাসে মোট ৫,০০,০০০/- (পাঁচ লাখ টাকা) গ্রহণ করে। কিন্তু টাকা নেওয়ার পর তারা প্রতিশ্রুতি রক্ষা না করে গা-ঢাকা দেয়।
পরে অনুসন্ধানে জানা যায়, শাহজালাল বিমানবন্দরে Recruiting Manager নামে কোনো পদই নেই। ফলে ব্যবহৃত আইডি কার্ড সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়েছে।
ভুক্তভোগীরা প্রতারণার শিকার হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি:
“আমরা যেন আমাদের পরিশ্রমের টাকাটা ফেরত পাই এবং এই প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
Leave a Reply