1. info@www.tarangotv.com : TV :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

প্রেসক্লাবের সামনে থেকে সরলেন শিক্ষকরা, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশ তাদের সরিয়ে দিলে প্রেসক্লাবের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ২টা ১৫ নাগাদ শিক্ষকরা সরে শহীদ মিনারের দিকে চলে যান।

প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষকরা সরে যাওয়ার পর পল্টন থেকে কদম ফোয়ারামুখী রাস্তা খুলে দেওয়া হয়। ফলে প্রেসক্লাব এলাকায় এখন যানচলাচল স্বাভাবিক হয়েছে।

প্রেসক্লাবের সামনে এখনো প্রচুর পুলিশের উপস্থিতি রয়েছে। খণ্ডবিখণ্ডভাবে কিছু শিক্ষক এখনো রয়ে গেছেন। তবে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি পুলিশ।

এর আগে রোববার (১২ অক্টোবর) সকাল থেকেই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এতে করে পল্টন থেকে কদম ফোয়ারার রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট