1. info@www.tarangotv.com : TV :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

প্রেসক্লাবের সামনে পুলিশের লাঠিচার্জে আহত তিন শিক্ষক ঢামেকে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে অন্তত তিনজন শিক্ষক আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. শফিকুল ইসলাম কাজল (৪০), গণপতি হাওলাদার (৩২) ও আক্কাস আলী (৫৫)।

আহত শিক্ষক গণপতি হাওলাদার বলেন, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন শিক্ষকরা। এ সময় পুলিশ বাধা দেয়। পরে শিক্ষক–কর্মচারীদের ওপর সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ সদস্যরা। এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষক আহত হন। আহত অবস্থায় আমি ও আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা চলে এসেছি।

তিনি বলেন, আমি পিরোজপুর থেকে এসেছি। কিশোরগঞ্জের কটিয়াদি থেকে এসেছেন শফিকুল ইসলাম কাজল এবং চাঁদপুর থেকে এসেছেন আক্কাস আলী। আমাদের তিনজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠিচার্জের আঘাতের চিহ্ন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রেস ক্লাব থেকে আহত অবস্থায় তিন শিক্ষককে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল থেকে চলে গেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট