1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ফরিদপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফরিদপুর শহরের চুনাঘাটা বেরিবাঁধ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়ার ছেলে লাভলু মিয়া (২৮)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকা থেকে ইজিবাইকযোগে ফরিদপুর শহরের দিকে আসছিলেন কয়েকজন যাত্রী। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। বাকি চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান। তিনি বলেন, ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত, আর চারজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট