রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের শাপলা হলে সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম আলোচনার সময় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ ঘটনার তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে কমিশন।
তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে ফরেন সার্ভিস একাডেমিকে অনুরোধ করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার দুপুরের বিরতির পরে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। তাদের (ফরেন সার্ভিস একাডেমি) লিখিত ও মৌখিকভাবে অনুরোধ করেছি। আমাদের জানিয়েছে তারা দ্রুত কমিটি করছে। তাদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।
তিনি বলেন, যেহেতু ঘটনাটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সকলে দেখছেন, সকলের জানা দরকার আসলে কি ঘটেছে। আমি কমিশনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করলাম।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে সংলাপ শুরু হয়েছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম শুরু হয়। এতে উৎকণ্ঠিত হয়ে পড়েন সংলাপে অংশ নেওয়া সকলে। অ্যালার্ম বাজার কিছুক্ষণ পরে সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেন, এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদের কিছু সময়ের জন্য বের হতে হবে। এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার এলার্ম বন্ধ হয়। পৌনে একটার দিকে আবার সংলাপ শুরু হয়।
এ বিষয়ে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মনে করে এটা এখানকার কর্তৃপক্ষের দায়িত্ব। সেক্ষেত্রে তাদের কাজের ব্যত্যয় ঘটে থাকলে, কি কারণে ঘটেছে, পুনরাবৃত্তি রোধের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এবং আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের যেন সক্রিয় পদক্ষেপ থাকে এ বলে অনুরোধ করেছি।
ফরেন সার্ভিস একাডেমির সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আমাদের কাছে মনে হচ্ছে মূল ভবনের তিনতলায় কেউ ধূমপান করেছেন।সেটার ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে।
Leave a Reply