1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

ফাওজুল কবীর খান গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে  সুশীল সমাজের ব্যক্তিবর্গের সমন্বয়ে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হবে। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জে চলমান পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবীর খান বলেন, আমরা এ ঘটনার গভীরে যেতে চাই। এখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে।  এ ঘটনা যেন আরেকবার না হয়। যার কারণে এখানে একটা নিরেপক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। সেটি হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। যেখানে শুধু সরকারি কর্মকর্তাই থাকবেন না, একজন বিচারপতির নেতৃত্বে সুশীল সমাজের ব্যক্তিবর্গও সেখানে থাকবেন। এটা এক-দুই দিনের মধ্যে গঠিত হয়ে যাবে। তারা কিন্তু পুরো বিষয়টি তদন্ত করবেন। তারা তদন্ত প্রতিবেদন দিলে জানতে পারবো কী ঘটেছিল। কী করলে এড়িয়ে যাওয়া যেত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কীভাবে রোধ করতে পারি।

তিনি আরও বলেন, এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই ধরনের ঘটনা ঘটবে সেটা তারা বুঝতে পেরেছিলেন। তবে তার ব্যাপকতা এই পরিমাণ হবে তা তারা বুঝতে পারেন নাই। তবে তারা তাদের সীমিত সক্ষমতা দিয়ে সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবিলা করেছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকরাও আহত হয়েছেন।

ফাওজুল কবীর খান বলেন,  যারা এ ঘটনার সাথে জড়িত। যারা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন দিয়েছে। যারা সরকারি কর্মকর্তাদের গায়ে আঘাত করেছে তারা তো আইন অনুযায়ী শাস্তি পাবেন। এছাড়া নিরীহ যেন কেউ হয়রানির শিকার না হয়। ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য আমরা চেষ্টা করবো।

এর আগে সকাল ১০টার দিকে জেলার চলমান পরিস্থিতি পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবীর খান, পরিবেশ, বন এ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

এ সময় গোপালগঞ্জ জেলা কারাগার, জেলা প্রশাসকের বাসভবনসহ গত ১৬ জুলাই ঘটে যাওয়া সংঘর্ষের প্রতিটি স্থান পরিদর্শন করেন তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট