1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে গভীর রাতে ৯ বাংলাদেশিকে পুশইন ক‌রেছে বিএসএফ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দি‌য়ে ৯ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বুধবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর পাশে এ ঘটনা ঘটে। প‌রে সীমানা পিলা‌রের ৮০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তর থেকে তা‌দের আটক ক‌রে পু‌লি‌শে দেয় বি‌জি‌বি।

আটককৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার বজরের খামার এলাকার ইসমাইল হোসেনের ছেলে বাহাদুর ইসলাম, আব্দুল হকের মেয়ে আমিরন বেগম, নচিয়তুল্লাহর মেয়ে মিনা বেগম, ওবায়দুল ইসলামের মেয়ে রুমি খাতুন, মোজাম্মেল হকের ছেলে আপেল মিয়া, আপেল মিয়ার ছেলে হৃদয় ইসলাম, আমিনুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ, জয়নাল আবেদীনের মেয়ে জুই আক্তার ও মীম আক্তার।

এ বিষ‌য়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফ‌টেন‌্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট