1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

ফের ‘কবীর সিং’য়ের হিংস্রতা, ‘দেবা’-র মতো ছবি বেছে নিলেন শাহিদ, কিন্তু কেন?

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’-র পর রণোন্মত্ত পুলিশ অফিসারের ভূমিকায় অভিনেতা। ছবির ঝলকেই সে ইঙ্গিত মিলেছে। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিল্লির কনৌট প্লেসের অভিজাত হোটেলের সংবাদ সম্মেলনে অভিনেতা শাহিদ কাপুর হাজির হলেন পরিচিত মেজাজে। পরনে কালো ভেলভেটের সুট ও রঙমিলন্তি পোশাকে পাশে অভিনেত্রী পূজা হেগড়ে। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘দেবা’।

বলি নায়ক শাহিদ কাপুর এখন আর আগের মতো সব ধরনের ছবি করেন না। সময় নিয়ে ছবির চরিত্র বুঝে বেছে বেছে কাজ করেন তিনি। এ ছবির জন্য প্রায় দুই বছর প্রস্তুতি নিয়েছিলেন শাহিদ। সেই অভিজ্ঞতাই শেয়ার করে নিলেন অভিনেতা।

শাহিদ বলেন, পরিচালকের সঙ্গে এক বছরের আলোচনা ও প্রস্তুতি। তার পর আরও এক বছর শুটিং। এ ছবিকে আমার জীবনের অনেকটা সময় দিয়েছি।

‘দেবা’-র ঝলক মুক্তি পাওয়ার পরেই শুরু হয়েছে কবীর সিংয়ের সঙ্গে তুলনা। শাহিদের বিস্তর আপত্তি রয়েছে এ তুলনা নিয়ে। জানালেন প্রত্যেকটি চরিত্র একে অপরের থেকে আলাদা। শাহিদ বলেন, ছবি দেখলে বোঝা যাবে দুটি চরিত্র কতটা আলাদা। কারণ কবীরের চরিত্র দেখে মানুষ আমাকে টমি সিংয়ের (‘উড়তা পাঞ্জাব’ ছবিতে শাহিদের চরিত্র) সঙ্গে তুলনা করতেন। কিন্তু ছবি মুক্তির পর সেই ধারণা বদলে যায়।

শাহিদ অভিনীত একাধিক চরিত্র দর্শকমনে গভীর ছাপ ফেলেছে। যে কোনো চরিত্র নির্বাচনের আগে নিজের মনকে বোঝার চেষ্টা করেন অভিনেতা। তিনি হেসে বললেন, যদি মনের মধ্যে উত্তেজনা অনুভব করি, তা হলে বুঝতে পারি সঠিক চরিত্র নির্বাচন করেছি।

আর ছবি মুক্তির আগে কোনো উদ্বেগ?—এমন প্রশ্নের উত্তরে শাহিদ বলেন, ফ্লোরে কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করি। ভয় করে ছবি মুক্তির আগে। কারণ দর্শক ছবি দেখে কী মনে করছেন, সেটি না জানা পর্যন্ত মনের মধ্যে ভয়টা জমাট বেঁধেই থাকে তার।

এদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে বলিউডে পায়ের নিচের মাটি শক্ত করতে চাইছেন। শাহিদের সঙ্গে কাজ করে নিজেকে আরও ভালো করে চিনতে পেরেছেন তিনি।

পূজা বলেন, ভালো সহ-অভিনেতা হওয়ার পাশাপাশি শাহিদ খুব ভালো পরামর্শদাতাও। আমার অভিনয়জীবন প্রসঙ্গে ওর থেকে অনেক পরামর্শ পেয়েছি, যা ভবিষ্যতে আমাকে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট