বগুড়ার শেরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদকে (৬০)।
তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ। তিনি তালতা গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃত আব্দুল হামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply