
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর ষষ্ঠ দিনে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর (সোমবার) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শেরপুর, বগুড়া’র আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভায় তাজমুল ইসলাম এর সঞ্চালনায় এবং উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, শেরপুর, বগুড়া’র ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ জাহিদুর রহমান (সোহাগ), প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার (এলডিপি) ডাঃ মোছাঃ মোকলেমা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম শাহিদুল ইসলাম শাহীন ভি.এফ.এ এবং মোঃ মতিউর রহমান অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ প্রমুখ।
বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং দুধের গুনাগুণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় ৩০০ শিক্ষার্থীদের মাঝে এক গ্লাস করে দুধ বিতরণ করা হয়।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।