বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুঃস্বপ্নের মতো এক দুর্ঘটনার শিকার হয়েছেন পটুয়াখালীর ১৫ জেলে। এফবি সাগরকন্যা নামের একটি মাছধরার ট্রলার গভীর সমুদ্রে ডুবে যাওয়ার পর ১০ জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে। সমুদ্রের উত্তাল ঢেউ আর ঝড়ের তাণ্ডব—সব কিছু পেছনে ফেলে চারদিন ভেসে ছিল জেলেরা, সমুদ্র থেকে বেঁচে ফেরা যেন এক অলৌকিক গল্প। তবে এখনও খোঁজ না মেলা পাঁচ জেলের অপেক্ষায় তাদের পরিবার।
গত (বুধবার) ভোরে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৫ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে যাত্রা করে ‘এফবি সাগরকন্যা’। শুক্রবার গভীর সমুদ্রে ট্রলারটি ঝড় ও বিশাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলার ডুবির সময় একজন জেলে সঙ্গে সঙ্গে নিখোঁজ হন, বাকিরা বাঁশ, প্লাস্টিকের ড্রাম ধরে সমুদ্রে ভেসে থাকেন।
ট্রলার মালিক কিশোর হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং নৌ পুলিশ ও কোস্ট গার্ডের কাছে সহযোগিতা চেয়ছি। আমি ট্রলার মালিক হিসেবে আমার কোটি টাকার ওপরে ক্ষতি হয়ে গেছে, তবুও অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই নিখোঁজ জেলেদের ফিরে পেতে আমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। গত সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার সকালে অন্য মাছ ধরার ট্রলারের সাহায্যে ১০ জনকে জীবিত উদ্ধার কর হয়। কিন্তু এখনও নিখোঁজ আছেন ৫ জেলে। তারা হলেন— আবদুর রশিদ (৪৫), নজরুল ইসলাম (৩৫), রফিক, ইদ্রিস (৪৩) ও কালাম। তারা সবাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নিখোঁজ জেলে ইদ্রিসের শ্বশুর এমদাদুল বলেন, ট্রলারটি ঝড়ের সময় দুমড়ে-মুচড়ে ডুবে যায়। জেলেরা প্রাণ বাঁচাতে যেভাবে পেরেছে ভেসে থেকেছে। কে কোথায় হারিয়ে গেল, তা কেউ বলতে পারছে না। এখন আমরা দিশেহারা, শুধু তাদের অপেক্ষায় আছি। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই।
নিখোঁজ জেলে আবদুর রশিদের ভাই ফয়েজ আলী বলেন, “সকাল ৯টার দিকে ভাইয়ের সঙ্গে শেষ কথা হয়। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। কয়েক দিন পর যখন অন্য জেলেরা ফিরে এলো, তাদের মুখে শুনি ঘটনার ভয়াবহতা। এরপর আমরা ট্রলার মালিকের সাথে যোগাযোগ করি এবং সাহায্য চাই নিখোঁজ জেলেদের উদ্ধারে।’’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান জানান, ট্রলার মালিক কিশোর হাওলাদার গত ২৬ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা সমুদ্র এলাকায় তল্লাশি চালাচ্ছে।