সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটের বড়ছড়া স্থল শুল্ক স্টেশন এলাকা থেকে যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে কাদের পাশা, যিনি ইউনিয়ন যুবলীগের নেতা এবং উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে এনামুল হক, যিনি সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।
কাদের পাশাকে বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী ট্যাকেরঘাটের বড়ছড়া স্থল শুল্ক স্টেশন এলাকা থেকে এবং এনামুল হককে তাহিরপুর উপজেলা সদর বাজার থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে থানা পুলিশ।
শুক্রবার সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়ের করা একটি নাশকতা মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়ায় কাদের পাশা ও এনামুল হককে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার বিকালে তাদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।