1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

বনানীতে সিসা বারে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনানীর ১১ নম্বর রোডে ‘৩৬০ ডিগ্রি’ নামক ওই সিসা বারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুজনের পরিচয় শনাক্ত করেছে থানা পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ বলছে, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত বনানীর ওই সিসা বারে (এক ধরনের মাদক) যেতেন। সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়ি দিয়ে নামার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

হামলার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজ এবং পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে বনানীর ওই সিসা বার থেকে নিচে নামছিলেন রাব্বি। এসময় তার সঙ্গে আরেকজন ছিলেন। ওই সময়ই তার পূর্ব পরিচিত বন্ধু খোকন ও এলাকার এক ছোট ভাই মুন্না সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন।

কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা শুরু হয়। হঠাৎ খোকন কোমর থেকে ছুরি বের করে রাব্বিকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে রাব্বি গুরুতর আহত হলে পাশে থাকা মুন্নাও তার শরীরে ছুরি চালায়। এসময় রাব্বির সঙ্গে থাকা আরেকজন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে দুই হামলাকারী। অতিরিক্ত রক্তক্ষরণে রাব্বি লিফটের সামনে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ঘটনাস্থল ত্যাগ করে খোকন ও মুন্না।

বনানী থানার এসআই মো. আমজাদ শেখ বলেন, ঘটনাস্থল থেকে রাব্বিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই আমজাদ জানান, নিহতের বাম পায়ের উরুতে ও ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃতের চাচাতো ভাই শাকিল শাজাহান ও ফুপু কাজল আক্তার জানান, রাহাত মহাখালী হাজারিবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা রবিউল আউয়াল হাজারীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। পরে আর বাসায় ফেরেনি। ভোরে তার মোবাইল থেকে তার এক বন্ধু খোকন জানায় যে সে ছুরিকাঘাতে আহত হয়েছে।

শাকিল শাহজাহান জানান, কেন রাব্বিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না। শুনেছি যারা হত্যা করেছে তারা নাকি তার পূর্ব পরিচিত। তবে আমরা কেউ তাদের চিনি না। কোনো শত্রুতা ছিল কি না তাও জানি না। রাব্বির লাশ পারিবারিক সিদ্ধান্তে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, রাব্বি হত্যার সঙ্গে জড়িত দুইজনের পরিচয় পাওয়া গেছে। এদের একজনের নাম মুন্না এবং আরেকজনের নাম খোকন। তাদের দুজনের সঙ্গেই নিহত রাব্বির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা একইসঙ্গে চলাফেরা করতেন বলে জানা গেছে।

ওসি বলেন, এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট