1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর আবারও পিস্তলসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহ পর মাগুরায় যৌথবাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) যৌথবাহিনীরা সদস্যরা মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ার বাড়ি থেকে শামিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলিসহ একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়।

আশরাফুজ্জামান শামিম মাগুরা শহরের ভায়না গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার ঘটনায় চলতি বছরের ২২ জানুয়ারি শামিমকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর দলীয় সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন করা হলে ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।

সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, যৌথবাহিনীর সদস্যরা অবৈধ পিস্তল, গুলি এবং একটি চাকুসহ তাকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করলে এ ঘটনায় একটি মামলা দায়েরের পর বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট