1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশি ক্রীড়াবিদদের অভিবাসন নিষিদ্ধ করল মালয়েশিয়া

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশি ক্রীড়াবিদদের অভিবাসন নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন বিভাগ আর বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের ক্রীড়া ইভেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ওই দেশে প্রবেশের অনুমতি দেবে না।

রোববার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, একটি সিন্ডিকেট ক্রীড়া ইভেন্টে যোগদানের অজুহাতে বাংলাদেশি নাগরিকদের দেশে আনার চেষ্টা করছে। শুধুমাত্র বিদেশিদের মালয়েশিয়ায় কাজ খোঁজার জন্য।

পরিচালক বলেন, গত অক্টোবরে সিন্ডিকেট ১৮ জন ক্রীড়াবিদকে নিয়ে এসেছিল। ২১ থেকে ৩৩ বছর বয়সী পুরুষদের মালুরিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছিল। এছাড়াও একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাসপোর্ট এবং একটি আমন্ত্রণপত্র জব্দ করা হয়েছিল।

ইমিগ্রেশন সিন্ডিকেটের অংশ বলে সন্দেহ করা আরও তিন বাংলাদেশিকে গ্রেফতার করে। যেখানে পুরুষদের প্রত্যেকের বিরুদ্ধে ২,০০০ থেকে ৫,০০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

এই গ্রেফতারের মাত্র দুই দিন পরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২০ জন বাংলাদেশিকে আনার সিন্ডিকেটের আরেকটি প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিদেশিদের মালয়েশিয়ায় না আনার নোটিশ জারি করা হয় এবং তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

পরিচালক আরও জানান, ২০২৩ সালের ১৫ জানুয়ারি ২৩ জন বাংলাদেশি নাগরিক একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। ধারণা করা হচ্ছে একটি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য।

তদন্তে জানা গেছে, এ ২৩ জন পরে জনশক্তি পুননির্মাণ কর্মসূচিতে নিবন্ধন করেছিলেন। তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে কারণ তারা মানদণ্ড পূরণ করেনি।

তিনি বলেন, ইমিগ্রেশন এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যে অন্যান্য সিন্ডিকেটও একই পদ্ধতি ব্যবহার করে বিদেশিদের দেশে আনার চেষ্টা করছে।

জাকারিয়া বলেন, এই ধরনের প্রচেষ্টারোধে ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের জন্য স্ক্রিনিং কঠোর করবে। যার মধ্যে ইভেন্টগুলির জন্য সহায়ক নথিপত্র পরীক্ষা করাও অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও যোগ করেন, ইমিগ্রেশন মালয়েশিয়ায় ক্রীড়া ইভেন্টে বাংলাদেশীদের প্রবেশাধিকার পরীক্ষা করার জন্য অন্যান্য সংস্থাগুলিকে নিয়োগ করবে।

এনফোর্সমেন্ট বিভাগ সিন্ডিকেটের অবশিষ্টাংশগুলিকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। অন্যান্য বাংলাদেশিদেরও খুঁজে বের করা হচ্ছে, যারা একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। ধারণা করা হচ্ছে তারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট