বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, খুনিয়া পালং ইউনিয়ন শাখার আয়োজনে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫।
তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়ে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধন করেন জনাব এসএম ফরিদ আলম, সভাপতি, খুনিয়া পালং ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমাম খালেদ স্বপন, আহ্বায়ক, কক্সবাজার জেলা তাঁতীদল।
প্রধান বক্তা ছিলেন জনাব এনামুল হক, আহ্বায়ক, রামু উপজেলা তাঁতীদল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিপ্লব বড়ুয়া , সদস্য সচিব, রামু উপজেলা তাঁতীদল এবং জনাব সুলতান আহমদ ভুলু চৌ, প্রধান উপদেষ্টা, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপি।
সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ ইসমাঈল, সভাপতি, খুনিয়া পালং ইউনিয়ন তাঁতীদল এবং অনুষ্ঠান পরিচালনা করেন জনাব জুলফিকার আলম সদস্য, রামু উপজেলা তাঁতীদল।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁতীদলকে সুসংগঠিত করতে হবে। আগামী আন্দোলন-সংগ্রামে তাঁতীদলের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হলে নেতৃত্বে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দিতে হবে।
এসময় বক্তারা সাবেক সংসদ সদস্য জনাব লুতফুর রহমান কাজল-কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে রামু-কক্সবাজার আসনে বিএনপির প্রার্থী করার জোর দাবি জানান। তাঁরা বলেন, “লুতফুর রহমান কাজল একজন পরিচ্ছন্ন, জনপ্রিয় এবং বলিষ্ঠ রাজনীতিবিদ। তাঁকে প্রার্থী ঘোষণা করা হলে বিএনপি এই আসনে অত্যন্ত শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”
সম্মেলন শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন কমিটি গঠনের মাধ্যমে তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply